মতলবে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর বাজারে ভোক্তা অধিকার লঙ্ঘন করায় দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন।

তিনি বলেন, আজ মতলব দক্ষিণ নারায়ণপুর বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়ায় এবং সেবা মূল্য তালিকা না থাকায় বায়োলজিদ ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় শেখ ফার্মেসীকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সর্বমোট দুটি প্রতিষ্ঠান মালিককে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে সহযোগিতায় ছিলেন জেলা আনসার ব্যাটালিয়ন চাঁদপুর এর একটি চৌকস দল। ভোক্তার অধিকার রক্ষায় এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম