মতলবে ড্রেজার মালিককে দুই লাখ টাকা জরিমানা

চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল এলাকায় অবৈধভাবে মেঘনা নদী থেকে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

গত ৮ মার্চ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. আল-ইমরান খাঁন।

তিনি বলেন, মতলব উত্তর উপজেলার ষাটনল সংলগ্ন মেঘনা নদীতে অবৈধ ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয় । এ সময় ২ লাখ টাকা অর্থদন্ড আরোপ ও আদায় করা হয়। ভবিষ্যতে এমন অভিযান অব্যাহত থাকবে।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম