চাঁদপুর : চাঁদপুরের মতলব বাজারে সয়াবিন তেলের গায়ে লেখা মূল্য মুছে ফেলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে জব্দকৃত ৫৬ লিটার তেল এতিমখানায় বিতরণ করা হয়েছে।
শনিবার (৫ মার্চ) বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মতলবের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেটু কুমার বড়ুয়া।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, মতলব বাজারে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন কোম্পানির বোতলজাত সয়াবিন তেলের বোতলের গায়ে লেখা মূল্য মুছে ফেলে বিক্রি করার উদ্দেশে দোকানে সাজিয়ে রাখায় একটি মুদি দোকানের ৫৬ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত সয়াবিন তেল স্থানীয় ৪টি এতিমখানায় বিতরণ করা হয়।
এছাড়া পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আরো ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমান অভিযানে সহযোগিতা প্রদান করেন মতলব থানার পুলিশের সদস্যবৃন্দ। ভোক্তাদের অধিকার সংরক্ষণ নিশ্চিতকরণে উপজেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
ফম/এমএমএ/