মতলবে কোনো সন্ত্রাস বা কিশোর গ্যাং দেখতে চাই না

------------- জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা

মতলব উত্তর (চাঁদপুর):  চাঁদপুরে মতলব উত্তরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে ‘বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদা স্মৃতি টি-১০’ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২০২৫’। রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে নিশ্চিন্তপুর হাইস্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্ট বেলুন ও পায়রা উড়িয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র ও চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা।

নিশ্চিন্তপুর বন্ধু মহল কর্তৃক আয়োজিত বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদা স্মৃতি টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট খেলায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মো. আহসান উল্লাহ প্রধান। খেলায় বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানি।

প্রধান অতিথির বক্তব্যে তানভীর হুদা বলেন, আমরা মতলব উত্তর এবং দক্ষিণে কোনো সন্ত্রাস বা কিশোর গ্যাং দেখতে চাই না। আসুন সবাই মিলে একটি সুষ্ঠু সমাজ গড়ে তুলি। আপনারা খেলাধুলা করেন, সমাজকে বদলে দিন। আগামীতে আপনারাই দেশের ভবিষ্যৎ। সুন্দর দেশ গড়তে আপনাদের প্রয়োজন।

তিনি আরও বলেন, মতলবের ঐতিহ্যবাহী নিশ্চিন্তপুর স্কুল অ্যান্ড কলেজের মাঠে যারা আমার বাবা মরহুম নুরুল হুদার স্মরণে টুর্নামেন্টটি আয়োজন করেছেন তাদের প্রতি আমার পরিবার কৃতার্থ। এই স্কুলে আমার বাবা পড়াশোনা করেছিলেন। ২০১৪ সালে আমার বাবার মৃত্যুর পরে লাখো মানুষ এই মাঠেই শেষ শ্রদ্ধা জানিয়েছিলেন। এই মাঠে আমার বাবার অনেক স্মৃতি রয়েছে। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, যেন মহান রাব্বুল আল আমিন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

বিশেষ অতিথির বক্তব্যে চিত্রনায়ক ওমর সানী বলেন, তরুণ সমাজকে অপরাধমুক্ত রাখতে দেশের প্রতিটি এলাকায় নিয়মিত এ ধরনের আয়োজনের প্রয়োজন। এই সমস্ত টুর্নামেন্টের মাধ্যমেই দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে জাতীয় মানের খেলোয়াড় তৈরি হয়। ক্রিকেটে বিশ্বের দরবারে বাংলাদেশকে অনেক দূরে এগিয়ে নিয়ে গিয়েছে।

আরো বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী ও টুর্ণামেন্টের স্পন্সর মোঃ আহসান উল্লাহ প্রধান, দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুদ্দিন সরকার, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মুন্সি মো. জাহাঙ্গীর আলম প্রমুখ। আরো উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর, ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, ছেংগারচর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজি, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদার, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজি, গজরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।

টুর্নামেন্টটি পরিচালনায় ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মুন্সি মো. জাহাঙ্গীর আলম, সাবেক ছাত্রনেতা মো. নাজমুল হাসান রোকন। খেলায় আম্পায়ারের দায়িত্বে ছিলেন আবু সুফিয়ান, জুবায়ের ইসলাম।

উদ্বোধনী খেলায় উত্তর নিশ্চিন্তপুর কল্যাণমূলক সংগঠন নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেটে ১৫৬ সংগ্রহ করে। পরিপ্রেক্ষিতে দূর্গাপুর ফ্রেন্ডস ক্লাব ১০ ওবারে ৪ উকেটে ১৫৩ রান করে অকৃকার্য হয়। উত্তর নিশ্চিন্তপুর কল্যাণমূলক সংগঠন ৩ রানে জয়লাভ করেন। ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছে উত্তর নিশ্চিন্তপুর কল্যাণমূলক সংগঠনের খেলোয়াড় মিরাজ হোসেন। টুর্নামেন্টটে ১৬টি দল অংশ গ্রহন করবে এবং পুরো ৮ টি ম্যাচ নকআউট ভিত্তিক হবে।

ফম/এমএমএ/