চাঁদপুর: পারিবারিক মান অভিমান, ক্ষোভ ও কলহের জেরে মতলব দক্ষিন থানার উপাদী উত্তর ইউনিয়নের নওগাঁ গ্রামে নিজ বসত ঘরে থাকা কীটনাশক পানে তিন সন্তানের জননীর আত্মহননের খবর পাওয়া গেছে।
কলহের শিকার এ গৃহবধূর নাম শামসুন্নাহার(২৬), স্বামী দিনমজুর আলাউদ্দীন মিয়াজি।
স্বজনরা জানায়, পারিবারিক কলহের কারণে রোববার (১০ ডিসেম্বর) সকাল ৯টার দিকে নিজেই বসত ঘরে থাকা কীটনাশক পান করে।
স্বামী আলাউদ্দীন গোঙানি শুনে মারাত্মক অসুস্থ স্ত্রীকে মতলব দক্ষিন উপজেলা হাসপাতালে নিয়ে গেলে সকাল সাড়ে ১০টার দিকে ডিউটি ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
মৃত্যুর খবর শুনেই স্বামী পলাতক রয়েছে বলে জানান থানার তদন্তকারি অফিসার এস আই দেলোয়ার হোসেন।
হাসপাতাল থেকে পুলিশকে জানালে পুলিশ মরদেহটি মতলব দক্ষিন থানায় নিয়ে আসে।
ময়না তদন্তের জন্য লাশ চাঁদপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে বলে জানান ঘটনার তদন্তকারী অফিসার থানার উপ পরিদর্শক দেলোয়ার হোসেন ও থানার ওসি রিপন বালা।
পুলিশ জানায় এই ঘটনায় থানায় মামলা রুজু হয়েছে।
ফম/এমএমএ/