মতলবে কমিটি গঠন নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

চাঁদপর:  চাঁদপুরের মতলব দক্ষিণ পৌরসভার ১ নং ওয়ার্ডের কমিটি গঠন করাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও মারামারির ঘটনা ঘটেছে ।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ১ নম্বর ওয়ার্ড বাইশপুরে এই ঘটনা ঘটে।

জানাগেছে, মতলব দক্ষিন উপজেলা ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পকেট কমিটি গঠনের বিরোদ্ধে সম্মিলিত বিএনপির প্রতিবাদ সভার একদিন পর মতলব পৌরসভার ১ নং ওয়ার্ডের উত্তর বাইশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ওয়ার্ড কমিটি করতে উপস্থিত হন বিএনপির একাংশ ড. জালাল গ্রুপের নেতারা। বিএনপির একাংশের পকেট কমিটি গঠনে বাঁধা প্রধান করে তানভির হুূদা গ্রুপের নেতাকর্মীরা। এ নিয়ে উভয় দলের নেতা কর্মীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া ও মারধরের ঘটনা ঘটে। এ সময় উভয় দলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের সংর্ঘষ।

বিএনপির একাধিক নেতা কর্মীরা জানান, জালাল গ্রুপের নেতা-কর্মীরা ১ নং ওয়ার্ড কমিটি গঠন করতে আসলে তানভীর হুদার গ্রুপের লোকজন বাঁধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে মারামারি, ধাওয়া পাল্টা ধাওয়া ও পেন্ডেল ভাংচুরের ঘটনা ঘটে। এতে বেশ উভয় পক্ষের বেশকয়েক জন কর্মী আহত হয়। তারা আরো জানান, সকলের সাথে সম্বনয় না করে এককভাবে কমিটি দেন ড. জালাল গ্রুপের নেতারা। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিবাদ করতে যাওয়ায় এ ঘটনা ঘটেছে ।

উল্লেখ্য গত গত ১৬ই ডিসেম্বর বিকালে মতলব কমিউনিটি সেন্টারে সম্মিলিত বিএনপি নেতাদের উপস্থিতিতে পকেট কমিটির বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, বিভাগীয় সাংগঠনিক টিম ও জেলা বিএনপির নির্দেশনা উপেক্ষা করে অগঠনতান্ত্রিকভাবে বিভিন্ন ওয়ার্ডের পকেট কমিটি গঠন করে আসছে বিএনপির একাংশের নেতাকর্মীরা। যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জনান সম্মেলিত বিএনপির নেতারা।

এ বিষয়ে মতলব দক্ষিন থানার অফিসার ইনচার্জ সালেহ আহম্মেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে।

ফম/এমএমএ/