চাঁদপুর: চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত মাদক বিরোধী অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মতলব দক্ষিণের মাদক বিক্রেতা মো. আবু ছাইদ (২৫) গ্রেফতার হয়েছে।
মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেলে তাকে মতলবের লেকরার বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।
চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয় সূত্রে জানাগেছে, মঙ্গলবার (৯ জানুয়ারি) ২.০০-২.৩০ ঘটিকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের উপ-পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মহোদয়ের সার্বিক তত্বাবধানে এবং ইন্সপেক্টর মোঃ তাজুল ইসলামের নেতৃত্বে গঠিত রেইডিং টীম মতলব থানাধীন লেকরার বাজারস্থ আল্লাহর দান ফার্নিচার নামীয় দোকানের সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
এ সময় আসামি মোঃ আবু ছাইদ, থানা- মতলব দক্ষিণ, জেলা- চাঁদপুর-এর দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় ইন্সপেক্টর মোঃ তাজুল ইসলাম বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। অভিযান অব্যাহত থাকবে।
ফম/এমএমএ/