মতলবের মাদকব্যবসায়ী খালেককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

চাঁদপুর: চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র অভিযানে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আ. খালেক (৪৩) গ্রেফতার হেয়ছে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) দিনগত রাতে গোপ সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করেন।

চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল সূত্রে জানাগেছে, শনিবার রাত ২০.৪৫ ঘটিকার সময় জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এসআই শামীমা আক্তার, এএসআই অখিল গোলদার, এএসআই বাহার উদ্দিন ও সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় মতলব দক্ষিন থানাধীন ২নং নায়েরগাঁও ইউপির নায়েরগাঁও সাকিনস্থ ১নং ওয়ার্ড নয়াকান্দি নবীর হোসেন এর বাড়ি হতে মাদক ব্যবসায়ী আঃ খালেক (৪৩), পিতা-মৃত আঃ মান্নান, মাতা-মনোয়ারা বেগম, সাং-সাদারদিয়া, ১৪নং পাঁচগাছিয়া ইউপি, থানা-দাউদকান্দি, জেলা-কুমিল্লা, বর্তমানে-সাং-নায়েরগাঁও (নবীর হোসেন এর ভাড়াটিয়া), ১নং ওয়ার্ড, ২নং নায়েরগাঁও ইউপি, থানা-মতলব দক্ষিন, জেলা-চাঁদপুরকে ২৫০ পিস ইয়াবা ট্যালবেটসহ গ্রেফতার করেন।

তার বিরুদ্ধে মতলব দক্ষিন থানায় এজাহার দায়ের করা হয়েছে।
ফম/এমএমএ/