মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের ৩নং ওয়ার্ডে সুষ্ঠু নির্বাচনের দাবীতে মেম্বার প্রার্থী হায়দার মাহমুদ শোভন সংবাদ সম্মেলন করেছেন।
শুক্রবার (২৬ নভেম্বর) সকালে তিনি ছোট হলদিয়া গ্রামের নিজ বাড়িতে সাংবাদিকদের মাধ্যমে কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু নির্বাচনের দাবী জানান।
এসময় ফুটবল প্রতীকের মেম্বার প্রার্থী হায়দার মাহমুদ শোভন বলেন, ফরাজী কান্দি ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ২ টি ভোট কেন্দ্র। বিগত দিন এই দুইটি কেন্দ্রে সঠিকভাবে ভোট হয়নি। এবারও আমার প্রতিদ্বন্ধী এক প্রার্থীর কর্মীরা বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিচ্ছেন। কেন্দ্র, সিলিং ও মারধর সহ নানান ভাবে হুমকি দিচ্ছে। আমি বিষয়টি প্রশাসনকে অবগত করেছি। তিনি আরও বলেন, আমি শুধু চাই জনগণ যাতে সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই ব্যবস্থা করে দিবেন। আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে কর্তৃপক্ষের কাছে এটাই দাবী জানাই।
মেম্বার প্রার্থী শোভন বলেন, আমি একজন তরুণ, তাই তরুণদেরকে মাদক থেকে মুক্ত করে সঠিক পথে আনাই আমার প্রধান লক্ষ্য। নির্বাচিত হয়ে ওয়ার্ডকে মাদক মুক্ত করবো, সরকারের উন্নয়ন কাজগুলো সঠিকভাবে বাস্তবায়ন এবং সুবিচার প্রতিষ্ঠা করবো। পাশাপাশি সকল জনগণকে সেবা করে যাবো। সবাই আমার জন্য দোয়া করবেন।
এসময় হায়দার মাহমুদ শোভনের কর্মী সমর্থক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/