চাঁদপুর: চাঁদপুর শহরের ব্যাংক কলোনী মডার্ন শিশু একাডেমির এ প্লাস প্রাপ্ত শতাধিক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে অধ্যক্ষ ওমর ফারুক বলেছেন, আজকের এই বিশেষ দিনটি তোমাদের জন্য এক অনন্য অর্জনের প্রতীক। তোমরা কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং প্রতিভার জন্য তোমরা আজ এ প্লাস ফলাফল অর্জন করেছেন, যা শুধু তোমাদের জন্য নয়, তোমরা পরিবার, শিক্ষক এবং সমাজের জন্যও গর্বের বিষয়। এটি একটি বড় সাফল্য। তবে এটি শুধুমাত্র একটি পদক্ষেপ; আরও অনেক বড় সাফল্যের পথে তোমাদের যাত্রা এখন শুরু হল।
তোমরা যেভাবে এই সফলতা অর্জন করেছো, তা দেখে তোমাদের সহপাঠীরা অনুপ্রাণিত হবে। তোমরা আমাদের সমাজের উজ্জ্বল ভবিষ্যত। কারণ এই সাফল্য কেবলমাত্র তোমাদের একাগ্রতা এবং অধ্যবসায়ের ফল নয়, এটি সেই মানসিকতা এবং দৃঢ় বিশ্বাসের ফল। যা তোমাদের মধ্যে প্রতিটি সাফল্যের দিকে পরিচালিত করেছে।
লেখাপড়া শুধু একটি পরীক্ষা বা ফলাফলের মাধ্যমে নয়, এটি জীবনের জন্য একটি প্রস্তুতি। আজকে তুমি যে সাফল্য অর্জন করেছো, তা তোমাকে আরও উচ্চ লক্ষ্য অর্জনের পথে নিয়ে যাবে। তবে, মনে রাখবে একটি ফলাফল শুধুমাত্র একটি মাত্র সূচক; প্রকৃত সাফল্য আসে নিষ্ঠা, স্বপ্ন, এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে একাডেমির বার্ষিক ফলাফল প্রকাশ হাওয়া এ প্লাস প্রাপ্ত শতাধিক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে তিনি এসব কথা বলেন।
কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, এ প্লাস অর্জন করা সত্যিই গর্বের বিষয়। তবে এর সঙ্গে আরও একটি দায়িত্ব আসে। এখন তোমার হাতে রয়েছে এমন একটি শক্তিশালী হাতিয়ার যা তোমাকে আরও বড় বড় লক্ষ্য পূরণের জন্য প্রস্তুত করবে। এখন তোমাকে শুধুমাত্র নিজের লক্ষ্য স্থির করতে হবে এবং সেগুলো অর্জন করতে দৃঢ়ভাবে এগিয়ে যেতে হবে।
যত বড় হতে চাও, তত বড় লক্ষ্য নির্ধারণ করো। শুধু পড়াশোনা নয়, জীবনের বিভিন্ন ক্ষেত্রে উৎকর্ষ অর্জন করতে চেষ্টা করুন। ভালো মানুষ হওয়া, মানবিক গুণাবলী চর্চা করা এবং সমাজে অবদান রাখা একইভাবে গুরুত্বপূর্ণ।
সবশেষে বলব, “এই সফলতার পর, কখনো যেন মনে না হয় যে তুমি চূড়ান্ত পর্বে পৌঁছেছো।” জীবনের এই যাত্রা চলতে থাকবে, প্রতিটি সাফল্যের পর আরেকটি নতুন লক্ষ্য তোমাদেরকে অপেক্ষা করবে। তোমরা এই আজকের সাফল্য ভবিষ্যতের আরও বড় সাফল্যের পথে এক মাইলফলক।
এবার তোমার লক্ষ্য অর্জন করার জন্য আরও কঠোর পরিশ্রম করতে হবে। প্রেরণা, সৃজনশীলতা, এবং লক্ষ্য স্থির করেই আপনি পরবর্তী সফলতার দ্বার উন্মোচন করবা।
অনুষ্ঠানে একাডেমির শ্রেণীর শিক্ষক মোঃ কামাল হোসেনের সঞ্চালনায় অভিভাবকদের পক্ষে বক্তব্য দেন সাবেক ব্যাংক কর্মকর্তা ও বিষ্ণুদী কল্যাণ সমিতি ও ব্যাংক কলোনির উন্নয়ন কমিটির সদস্য মো. ইসমাইল হোসেন, মোঃ মাসুদ রানা ও এ কে এম আসাদুজ্জামান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন একাডেমির উপাধ্যক্ষ মঞ্জুমা হক, শিক্ষক শাহনাজ পারভীন, ফাহিমা আক্তার, শাহানারা আক্তার, রোকসানা ইসলাম, তাহমিনা আক্তার ও তাসমিয়া জাহান জেরিন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিসহ অভিভাবক ও শিক্ষক- শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/