মডার্ণ শিশু একাডেমীর আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

চাঁদপুর: চাঁদপুর মডার্ণ শিশু একাডেমীর আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ২১ ফেব্রুয়ারি ) সকালে বিদ্যালয়ের মাঠ থেকে  প্রভাত ফেরী  বের হয়।

পরে শহরের চক্ষু হাসপাতাল হয়ে বাস স্ট্যান্ড ঘুরে বিষ্ণুদী রোড হয়ে পুনরায় বিদ্যালয়ে এসে শহীদ মিনারে  ভাষা শহীদদের স্মরণে ফুসফুস অর্পণ করেন।

এসময় শিক্ষকগণ বলেছেন বাংলা ভাষার জন্য আত্মত্যাগের দিনটির স্বীকৃতি এখন বিশ্বজুড়েই। ১৯৯৯ সালে জাতিসংঘের স্বীকৃতির পর প্রতিবছর একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে সারা বিশ্বেই পালন করা হয়।

তারই ধারাবাহিকতায় চাঁদপুর পৌরসভার ব্যাংক কলোনি এলাকায় মডার্ণ শিশু একাডেমীর আয়োজনে মহান একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য প্রভাত ফেরিতে শ্রদ্ধার ফুল হাতে নিয়ে শোকের আবেশে সাদা-কালো পোশাকে খালি পায়ে তারা এগিয়ে যাচ্ছেন  শহীদ মিনারে। স্মৃতির মিনারের বেদীতে  ফুলে ফুলে ভরে শহীদদের জানান দিচ্ছেন শ্রদ্ধার অর্ঘ্য। মডার্ণ শিশু একাডেমির শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ গন শহীদ বেদীতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।

পরে ভাষা শহীদদের স্মরণে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করেন। পরে ভাষা শহীদদের স্মরণে ও তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন সভাপতি ও মডার্ন শিশু একাডেমির অধ্যক্ষ একাডেমী ওমর ফারুক, উপাধ্যক্ষ মঞ্জুমা হক, সিনিয়র শিক্ষক মোঃ কামাল হোসেন, প্রাক্তন শিক্ষক এডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন, শিক্ষিকা  ফাহিমা  আক্তার, তাহমিনা আক্তার, মারজিয়া বিনতে শরীফ সহ উপস্থিত শিক্ষার্থী অভিভাবকবৃন্দ ।

ফম/এমএমএ/

মাইনুল ইসলাম | ফোকাস মোহনা.কম