মইনীয়া জাতীয় গণমাধ্যম ফোরামের আহ্বায়ক কমিটি গঠনকল্পে ৪ মার্চ সকালে মিরপুর ৮২ শাহআলীবাগ ঢাকায় এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন, পার্লামেন্ট অফ ওয়ার্ল্ড সুফিজ প্রেসিডেন্ট, বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, শাহসূফী সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভান্ডারী।
দৈনিক সময়ের আলো স্টাফ রিপোর্টার ঢালী কামরুজ্জামান এর সভাপতিত্বে এবং সূফিবার্তা’র নির্বাহী সম্পাদক ইব্রাহিম মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন দৈনিক সমকাল প্রতিনিধি মহিউদ্দিন আহমেদ, পাক্ষিক টাইম ওয়াচ সম্পাদক একে নাহিদ, দৈনিক বাংলাদেশের খবর প্রতিনিধি তাহমিদুর রহমান দিদার, দৈনিক স্বাধীন সংবাদ বিশেষ প্রতিনিধি তাইজুল ইসলাম সাগর প্রমুখ।
সভায় ৫১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক: ঢালী কামরুজ্জামান হারুন (সময়ের আলো), যুগ্ম আহ্বায়ক: মহিউদ্দিন আহমেদ (সমকাল), একে নাহিদ ( পাক্ষিক টাইম ওয়াচ), সদস্য সচিব: মোঃ ইব্রাহিম মিয়া ( সাপ্তাহিক সূফী বার্তা), যুগ্ম সদস্য সচিব: তাহমিদুর রহমান দিদার (বাংলাদেশের খবর), সদস্য: তাইজুল ইসলাম সাগর (স্বাধীন সংবাদ) প্রমুখ।
উক্ত আহ্বায়ক কমিটি আগামী ৬ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন কল্পে জাতীয় সম্মেলন আয়োজন করবে।
প্রধান অতিথির বক্তব্যে সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী বলেছেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের লেখনীর মাধ্যমে সমাজের অসঙ্গতি দূর হয়।কারন সাংবাদিকরা জাতির বিবেক। সমাজের অন্যায় অত্যাচার, অবিচার, জুলুম ,সফলতা দুর্নীতি এগুলোর সচিত্র সংবাদপত্রে তুলে ধরা সাংবাদিকদের দায়িত্ব।
তিনি আরো বলেন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন, সুফিবাদ ভিত্তিক অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে মইনীয়া জাতীয় গণমাধ্যম ফোরামের পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার জন্য দেশের গণমাধ্যম কর্মীদের আহ্বান জানান।
ফম/এমএমএ/