মিনু, সুমি, ফাতেমা বা রোমানা-নামগুলো ভিন্ন হলেও মানুষ একজনই। কিন্তু সব নামের বিপরীতেই আছে ভিন্ন পরিচয়পত্র।
এসব ভুয়া পরিচয়পত্র ব্যবহার করেই একাধিক পুরুষকে বিয়ে করে প্রতারণা করছিলেন এক নারী।
সেই নারীর বিরুদ্ধে এক স্বামী মামলা দায়েরের পর আসামিকে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর হাকিম শফি উদ্দিন শুনানি শেষে এই আদেশ দেন। মিনু আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন।-খবর কালের কন্ঠ অনলাইন।
ফম/এমএমএ/