
ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখছেন ডাক্তার নজরুল ইসলাম রিয়াদ।
চাঁদপুর: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে মেডিনোভা মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুর মেডিনোভা মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে ভাষা শহীদদের স্মরণে এ আয়োজন করা হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন চাঁদপুর মেডিনোভা মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মহম্মদ কাইয়ুম খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট গাইনি চিকিৎসক ডাক্তার আয়েশা আফরোজ লুনা।
চাঁদপুর মেডিনোভা মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক শাহ জামাল গাজী সোহাগ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডাক্তার সাদ্দাম হোসেন তালুকদার, ডাক্তার নজরুল ইসলাম রিয়াদ। এছাড়াও আরো বক্তব্য রাখেন মেডিনোভা মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক (প্রশাসন) মোঃ বাবুল মোল্লা।
আলোচনা সভার শেষে সকল ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন প্রতিষ্ঠানের পরিচালক মাওলানা ফখরুল ইসলাম।
ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে সুধীজন ও মেডিনোভা মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/