
ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভায় বক্তব্য রাখছেন জেলা ইসলামী আন্দোলনের সভাপতি শেখ মুহা জয়নাল আবদীন।
চাঁদপুর: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে চাঁদপুরে ইসলামী আন্দোলনের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২১ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে শহরের বিপনিবাগ আইএবি মিলনায়তনে ভাষা শহীদদের স্মরণে এ আয়োজন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখা।
আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি শেখ মুহা. জয়নাল আবদীন।
তিনি বলেন, রফিক, জব্বর, বরকত ও ছালাম সহ অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে আমাদের মাতৃভাষা বাংলা আজ পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে। কিন্তু আজও অনেক ভাষা সৈনিক ও ভাষা শহীদের পরিবার রয়েছে, যারা যথাসাধ্য মর্যাদা পায়নি। এখনো রাষ্ট্রীয়ভাবে বাংলা ভাষাকে পুরোপুরি কার্যকর করা হয়নি। আমরা চাই রক্তের বিনিময়ে যেই ভাষা অর্জিত হয়েছে, সেই বাংলা ভাষাকে বিচার বিভাগ, আইন বিভাগ ও রাষ্ট্রের সকল নথিপত্রে ব্যবহারের মাধ্যমে কার্যকর করা হোক।
জেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি কে এম ইয়াসিন রাশেদসানির পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সাংগঠনিক সম্পাদক শাহজামাল গাজী সোহাগ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নাসির উদ্দিন, ওলামা মাশায়েখ পরিষদের জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রহমান নূর, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি মুহ. সেলিম হোসাইন।
অনুষ্ঠানের শুরুতে ভাষা শহীদদের স্মরণে প্রবন্ধ পাঠ করেন জেলা ছাত্র আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মেধাবী ছাত্রনেতা ডি এম ফয়সাল।
আলোচনা সভার শেষে সকল ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ফম/এমএমএ/