ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধায় শাহরাস্তিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

শাহরাস্তি (চাঁদপুর): যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় চাঁদপুরের শাহরাস্তিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবস পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে ২১ ফেব্রুয়ারি রাত ১২ টা ১ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আমজাদ হোসেন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর স্হানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার, পৌর মেয়র হাজী আঃ লতিফ সহ নেতৃবৃন্দ। পুলিশের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মোঃ আবুল কালাম চৌধুরী, শাহরাস্তি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুল মান্নান। উপজেলা পরিষদের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, ভাইস-চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, পৌর সভার পক্ষে মেয়র হাজী আঃ লতিফ, মুক্তিযোদ্ধাদের পক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার শাহ্ জাহান ও পৌর কমান্ডার অহিদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের পক্ষে সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু, উপজেলা বিএনপির পক্ষে সভাপতি আয়েত আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, ওমর ফারুক দর্জি ও মাহফুজুর রহমানের নেতৃত্বে উপজেলা যুবলীগ, উপজেলা ছাত্রলীগের পক্ষে ছাত্রলীগ নেতা মোঃ ইমরান মনির, উপজেলা যুবদলের পক্ষে উপজেলা আহবায়ক আলী আজগর মিয়াজী, শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া পল্লী বিদ্যুৎ সমিতি, সজাগ ফাউন্ডেশন, উদ্দিপন, সিএনজি অটোরিকশা মালিক সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অর্ধনমিত জাতীয় পতাকা উত্তোলন এবং ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনার আয়োজন করা হয়েছে।

ফম/এমএমএ/

ফয়েজ আহমেদ | ফোকাস মোহনা.কম