চাঁদপুর: মহান শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পন করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন চাঁদপুর রেসিডেন্সিয়াল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।
সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ভাষা দিবসের চেতনাকে হৃদয়ে লালন করে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা এই পুষ্পস্তবক অর্পন করেন। এর পূর্বে তারা প্রভাত ফেরীতে অংশ নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন যান।
এসময় উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ ওমর ফারুক এ অধ্যক্ষ মুক্তা শাহানাজের নেতৃত্বে কলেজের অন্যান্য শিক্ষকসহ ছাত্র ছাত্রীরা।
ফম/এমএমএ/