কচুয়া (চাঁদপুর): চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী চাপাতলি লতিফিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ২০২৩ সালের আলিম পরীক্ষার্থীদের দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ আগস্ট) দুপুরে মাদ্রাসার মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিক-নিদের্শনামূলক বক্তব্য রাখেন, মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক অ্যাড.হেলাল উদ্দিন।
এসময় তিনি বলেন,অভিষ্ট লক্ষ অর্জনের জন্য সকল শিক্ষার্থীদের পরিকল্পনা অনুযায়ী পড়ালেখা করতে হবে। নিজেদেরকে আগামী দিনের কর্নধার হিসেবে গড়ে তুলতে নিয়মিত পাঠ অভ্যাসের মাধ্যমে চেষ্টা করতে হবে। আলিম পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করে নিজেদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। পরিবারের সম্মান বৃদ্ধির পাশাপাশি প্রতিষ্ঠানের সুক্ষাতি ধরে রাখতে গুনগত শিক্ষার বিকল্প নেই।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাও.মনিরুল ইসলামের সভাপতিত্বে ও শিক্ষক মাও.ছিদ্দিক আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,মাদ্রাসার গভর্নিং বডির সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান মো.আমির হোসেন,কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো.আলমগীর তালুকদার,মাদ্রাসার গভর্নিং বডির সদস্য ও বিশিষ্ট সমাজসেবক মো.সোহেল প্রধানিয়া,সাবেক অধ্যক্ষ মাও.মোহাম্মদ আলী, সহকারী অধ্যাপক নুরে আলম,প্রভাষক এটিএম আফজাল প্রমূখ।
এসময় কহলথুড়ি হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম এমরান হোসাইন,উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম-আহবায়ক মো.সোহাগ উদ্দিন, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আতাউল করিম রতনসহ মাদ্রাসার গভর্নিং বডির সদস্য,শিক্ষক,শিক্ষার্থী ও ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ১৫ আগষ্ট ১৯৭৫ সালে সকল শহীদদের আত্মার মাগফিরাত ও শিক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া পরিচালনা করেন,মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাও.মোহাম্মদ আলী।
ফম/এমএমএ/