ভারতের লাদাখ ট্যুর ফেরত বাইকারদের বিএমআরসির সংবর্ধনা

চাঁদপুর: বাঙ্গালী মটো রাইডার্স ক্লাবের মীট আপ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ নভেম্বর) সকালে বিএমআরসির মীট আপ প্রোগ্রাম শুরু হয়। পরে সৌদিয়া সিটিতে বিএমআরসির সকল সদস্যবৃন্দ একত্রিত হয়।

সৌজন্য সাক্ষাৎ শেষে দুপুরে চাঁদপুর বড়স্টেশন মোলহেডে বিএমআরসি অবস্থান করে ।

এসময় ভারতের লাদাখ ফেরত বাইকারদের সাথে সৌজন্য সাক্ষাৎ করা হয়। সৌজন্য সাক্ষাৎ পর্ব শেষে বাঙ্গালী মটো রাইডার্স ক্লাবের পক্ষ থেকে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে শহরে বাইক শোডাউন করে বিএমআরসি টিম।  পরেশাহরাস্তি খেয়াঘাটের রাত ৯ টায় মীট আপ প্রোগ্রামের সমাপ্তি ঘোষনা করেন ক্লাবের এডমিন ইমরান হোসাইন।

এসময় প্রোগ্রামে উপস্থিত থেকে প্রোগ্রামকে সফল করার জন্য সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিএমআরসির এডমিন ইমরান হোসাইন।

ফম/এমএমএ/