ভারতের সবচেয়ে ধনী মাত্র এক শতাংশ মানুষ এখন দেশের মোট ৪০ শতাংশের বেশি সম্পদের মালিক। আর দেশটিতে জনসংখ্যার নিচের সারির অর্ধেক সবাই মিলে ৩ শতাংশ সম্পদের অধিকারী।
সোমবার আন্তর্জাতিক অধিকার গোষ্ঠী অক্সফাম ইন্টারন্যাশনাল এর প্রকাশিত নতুন গবেষণায় এ তথ্য তুলে ধরা হয়েছে। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভার প্রথম দিনে প্রতিষ্ঠানটি তাদের বার্ষিক বৈষম্য প্রতিবেদনের ভারত অংশ প্রকাশ করে।
প্রতিবেদনে অক্সফাম ইন্টারন্যাশনাল বলেছে, ভারতের শীর্ষ দশ ধনীর ওপর ৫ শতাংশ হারে ট্যাক্স আরোপ করা হলে ঝরে পড়া শিশুদের স্কুলে ফিরিয়ে আনার জন্য পুরো অর্থ পাওয়া যাবে। আরও বলা হয়েছে, শুধু গৌতম আদানির মত একজন ধনকুবেরের ২০১৭-২০২১ সালের অনাদায়ী আয়ের ওপর এককালীন কর আরোপ করা হলে ১ লাখ ৭৯ হাজার কোটি রুপি উঠবে। এ অর্থ ভারতের প্রাথমিক বিদ্যালয়গুলোতে এক বছরের জন্য ৫০ লাখের বেশি শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য যথেষ্ট।
‘সার্ভাইবাল অব দ্য রিচেস্ট’ শিরোনামের প্রতিবেদনে অক্সফাম বলেছে, ভারতের শত কোটিপতিদের সমুদয় সম্পদের ওপর একদফায় ২ শতাংশ করারোপ করা হলে আগামী তিন বছরের জন্য দেশে অপুষ্টির শিকারদের পুষ্টির জন্য প্রয়োজনীয় ৪০ হাজার ৪শ ২৩ কোটি রুপির সংস্থান হবে।
সূত্র: পিটিআই