ভারতীয় আধিপত্যবাদমুক্ত বৈষম্যহীন বাংলাদেশ চাই : জয়নাল আবেদীন

চাঁদপুর: ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত ভারতীয় আধিপত্যবাদ বিরোধী চেতনা শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে যারা জীবন বাজি রেখে এ ভুখন্ডকে আমাদের জন্য স্বাধীন করে দিয়েছেন তারা জাতির গর্বিত বীর সন্তান । এ জাতি কখনোই তাদেরকে ভুলবেনা। ৫৩ বছর যারা রাষ্ট্রক্ষমতায় ছিলেন তারা স্বাধীনতার সুফল জাতিকে দিতে ব্যর্থ হয়েছেন। তারা দেশের এবং দেশের মানুষের কথা চিন্তা না করে ভিনদেশী তাবেদার হয়ে গিয়েছিলেন।
১৯৭১ সালের পর যেভাবে দেশ উন্নয়ন, অগ্রগতি সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা হওয়ার কথা ছিল তা না হয়ে দেশ সমাজ দুর্নীতিতে নিমজ্জিত এবং স্বাধীনতা সার্বভৌমত্ব বিলীন হওয়ার উপক্রম হয়ে গিয়েছিল। যে কারণে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ২০২৪ সৃষ্টি হয়েছে। তাই আমরা আর সামনে কোন তাবেদার সরকার দেখতে চাই না। সৎ যোগ্য আমানতদার দেশ প্রেমিক নেতৃত্ব যেন সামনে আসে সেই ব্যাপারে আমাদের সজাগ এবং সচেতন থাকতে হবে এবং ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ চেষ্টা করে যাচ্ছে এই জাতিকে সৎযোগ্য আমানতদার দেশ প্রেমিক একটি রাষ্ট্র ব্যবস্থা উপহার দেয়ার জন্য । এক কথায় যদি বলি দুর্নীতি দুঃশাসন ফ্যাসিবাদ মুক্ত বৈষম্যহীন একটি নিরাপদ বাংলাদেশ চাই।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সেক্রেটারি কে এম ইয়াসিন রাশেদসানি , জয়েন্ট সেক্রেটারি হাফেজ মাওলানা বেলাল হোসাইন, প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা হেলাল আহমেদ, অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব মামুনুর রশিদ বেলাল ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি মোহাম্মদ রাকিব হোসেন,ইসলামী আন্দোলন চাঁদপুর শহর শাখার সেক্রেটারি মোঃ শরীফ মৃধা,ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সাধারণ সম্পাদক মোঃ মহিবুল্লাহ বেপারি সহ অন্যান্য নেতারা।
-প্রেস বিজ্ঞপ্তি।

ফোকাস মোহনা.কম