ভাইকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে বোনেরও মৃত্যু

ভোলায় পানির ডুবে জাহিদুল ইসলাম (৪) ও রেহানা আক্তার (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৯ অক্টোবর) দুপুরে সদরের পূর্ব ইলিশা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের কালুপর গ্রামে এ ঘটনা ঘটে।

জাহিদুল ওই এলাকার জসিমের ছেলে ও রেহানা আক্তার আবদুর রহমান খোকন মাঝির মেয়ে। নিহত শিশুরা সম্পর্কে চাচাতো ভাই-বোন।

ইলিশ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আনিসুর রহমান এ তথ্য নিশ্চত করে জানান, শিশু দুটি বাড়ির উঠানে খেলা করছিলো। পরে জাহিদ পুকুরে গোসল করতে নামে। তাকে উদ্ধার করতে পুকুরে নামে রেহানা। এক পর্যায়ে তারা উভয়ে পানিতে ডুবে যায়।

এ সময় তাদের পরিবারের লোকজন দুজনকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ায় হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ভোলা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. নিরুপম সরকার জানান, দুপুর ১২টার দিকে ইলিশা ইউনিয়ন থেকে পানিতে পড়া দুই শিশুকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।-খবর কালের কন্ঠ।

ফম/এমএমএ/

ফোকাস মোহনা.কম