
চাঁদপুর : ‘ব্র্যাক’ যুক্তরাষ্ট্র ভিত্তিক দাতা সংস্থা হ্যান্স ব্রান্ডস ইনকর্পোরেটেড কর্তৃক ১ লাখ ৯ হাজার মাস্ক হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারী) সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। তিনি বলেন, পূর্বে যখন চাঁদপুরে করোনা প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছিলো তখনও ব্র্যাক মাস্ক বিতরণ করেছিলো। এধরণের উদ্যোগ সত্যিই প্রশসংসার দাবীদার। আজকের এই মাস্কুগুলো আমরা বিভিন্ন জায়গায় বিতরণ করে দিবো।
তিনি আরো বলেন, আমাদের ম্যাজিস্ট্রেটরা যখন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন তখন আমরা চাই না জনগণদের শুধু শাস্তি দিতে। আমরা চাই সাধারণ জনগণ সচেতন হোক। ভ্রাম্যমান আদালত চলাকালিন অনেককেই দেখা যায়, যারা নিম্ন আয়ের কাজ করেন তারা মাস্ক ঠিকমত কিনতে পারেন না। আমরা সরকারি তরফ থেকে পাওয়া ও ব্র্যাক এর এমাস্ক গুলো তখন বিতরণ করব।
অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন, ব্র্যাক এর জেলা সমন্বয়ক মো. জিয়াউর রহমান।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমতিয়াজ হোসেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল মোর্শেদ, ব্র্যাক এর এরিয়া ম্যানেজার (এইচএনপিপি) মো. নিজাম উদ্দিন, আঞ্চলিক ব্যবস্থাপক (অর্থ ও হিসাব) পল্লব কুমার সাহা, ডেপুটি ম্যানেজার (এইচআরডি) সেরাজুল সালেকিন, ডেপুটি ম্যানেজার (সেলফ) সেলিম মিয়া, বুরো বাংলাদেশ এর আঞ্চলিক ব্যবস্থাপক মো. শাহাদাত হোসেন,টেকনিক্যাল অফিসার আশ্রাফুল আলম, কামাল উদ্দিন প্রমূখ।
ব্র্যাক এর জেলা সমন্বয়ক মো. জিয়াউর রহমান জানান, আমরা ব্র্যাক মাধ্যমে মোট ৬ লাখ ৮৯ হাজার ৫ শত মাস্ক পুরো জেলার বিভিন্ন সেক্টরের মাধ্যমে বিতরণ করব। তারমধ্যে স্বাস্থ্য কর্মীদের মাধ্যমে ৩৯ হাজার, স্বাস্থ্য সেবিকাদের মাধ্যমে ১ লাখ ৮৬ হাজার ৫ শ’, অন্যান্য এনজিওদের মাধ্যমে ২৫ হাজার, সরকারি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে ১ লাখ ৭ হাজার, ইউ এইচ এন্ড এফপিও এর মাধ্যমে ৬৯ হাজার, সিভিল সার্জন মাধ্যমে ২২ হাজার, জেলা প্রশাসকের মাধ্যমে ১ লাখ ৯ হাজার, ব্র্যাক এর অন্যান্য কর্মসূচির মাধ্যমে ৯২ হাজার, ধর্মীয় নেতাদের মাধ্যমে ৪০ হাজারসহ মোট ৬লাখ ৮৯ হাজার, ৫ শত মাস্ক বিতরণ করব।
ফম/এমএমএ/