
ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ বলেছেন, প্রিন্স চার্লস যখন রাজা হবেন, ডাচেস অব কর্নওয়াল ক্যামিলা তখন যেন রানি কনসর্ট হিসেবে পরিচিত হন। ব্রিটিশ সিংহাসনে আরোহণের ৭০তম বার্ষিকীতে দেওয়া বার্তায় রানি বলেছেন, এটা তাঁর ‘আন্তরিক ইচ্ছা’ যে ক্যামিলার ওই পদবি (ব্রিটিশ রানি) থাকবে।
ধারণা করা হচ্ছিল, পরবর্তী সময়ে ক্যামিলা হয়তো প্রিন্সেস কনসর্ট হিসেবে পরিচিতি পাবেন। তবে ব্রিটিশ রানি হুট করেই এমন ঘোষণা দেওয়ার ফলে ভবিষ্যতে ক্যামিলার রানি হওয়ার পথ প্রশস্ত হলো।
ক্লারেন্স হাউসের একজন মুখপাত্র জানান, রানি দ্বিতীয় এলিজাবেথের এমন ঘোষণায় প্রিন্স অব ওয়েলস এবং ডাচেস অব কর্নওয়াল ‘আবেগাপ্লুত ও সম্মানিত’।
১৯৫২ সালে সিংহাসনে আরোহণ করেছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। সিংহাসনে আরোহণের ৭০তম বার্ষিকীতে নিজেই এ ঘোষণা দিয়ে ডাচেস অব কর্নওয়াল ক্যামিলার ভবিষ্যৎ পদবির অমীমাংসিত প্রশ্নের সমাধান করে দিলেন তিনি।
রানি লিখেছেন, এটা আমার আন্তরিক ইচ্ছা যে সময় যখন আসবে, ক্যামিলা কুইন কনসর্ট হিসেবে পরিচিতি পাবেন।
ব্রিটেনে ক্ষমতাসীন রাজার স্ত্রীকে বলা হয় ‘কুইন কনসর্ট’। সে কারণে স্বামী রাজা হওয়ার পর ক্যামিলার পদবি হবে ‘রানি ক্যামিলা’।
অবশ্য পুরুষ কনসর্টের ক্ষেত্রে পদবির কিছুটা পার্থক্য রয়েছে। যেমন প্রিন্স ফিলিপ রাজা ছিলেন না; বরং প্রিন্স কনসর্ট ছিলেন। এছাড়া রানি ভিক্টোরিয়ার স্বামী প্রিন্স আলবার্ট রাজা ছিলেন না; তিনিও প্রিন্স কনসর্ট ছিলেন।
সূত্র : বিবিসি।