ব্রাহ্মণপাড়ায় শিক্ষার কৌশল ও  উপকরণ ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ

কুমিল্লা : কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় শিক্ষকদের অংশগ্রহনে শিক্ষা সম্মেলন-২০২২ উদ্বোধন করা  হয়েছে।
বুধবার (৮ জুন) দিনব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এই শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা’র সভাপতিত্বে সার্বিক দিক  উপস্থাপনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ সহযোগী অধ্যাপক ডঃ মোঃ জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের, ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান  মোসাঃ তাহমিনা হক পপি, থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহম্মদ। এছাড়া অনুষ্ঠানে বৈশ্বিক প্রেক্ষাপটে মানসম্মত শিক্ষার কৌশল ও উপকরণ ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
এতে সহযোগিতা করেছে জাইকা। এ সময় জাইকার সমন্বয়কারী রেজুয়ানুল করিম উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/

তাপস চন্দ্র সরকার | ফোকাস মোহনা.কম