ব্রাহ্মণপাড়ায় ভেটেরিনারি সার্জন ডাঃ শুভ সূত্রধরের বদলী জনিত বিদায় সংবর্ধনা

কুমিল্লা : কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রাণিসম্পদ কাযর্যালয়ের ভেটেরিনারি সার্জন ডাঃ শুভ সূত্রধরের বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ  মিলনায়তনে অফিসার্স ক্লাবের আয়োজনে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আহাম্মদের পরিচালনায় ও উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ তাহমিনা হক পপি, থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা, বিদায়ী সার্জন ডাঃ শুভ সূত্রধর। উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা 
ফারুক আহাম্মদ, শিক্ষা কর্মকর্তা সেলিম মুন্সী, উপজেলা প্রকৌশলী আব্দুর রহিম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহবুবুল হাছান, পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী শফিকুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা সাহেদুল আলম চৌধুরী, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ইসমাইল হোসেন, সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এণামুল হক, পল্লী বিদ্যুতের ডিজিএম মোস্তাফিজুর রহমান, সমবায় কর্মকর্তা মাইনুদ্দিন হাছান, মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াছমিন। জানা যায়, ডাঃ শুভ সূত্রধর নতুন কর্মস্থল বরগুনা জেলায় বদলী হয়েছেন। অনুষ্ঠানে অফিসার্স ক্লাবের সকল সদস্যবৃন্দ তার স্মৃতিচারণ করে বক্তব্য তুলে ধরেন। এসময় তাকে সম্মাননা স্মারক ক্রেষ্ট তুলে দেন অতিথিবৃন্দ।
ফম/এমএমএ/

তাপস চন্দ্র সরকার | ফোকাস মোহনা.কম