কুমিল্লা : ঈদুল ফিতর উপলক্ষে দেশের ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলো পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ঘর। মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের তৃতীয় পর্যায়ে এসব পরিবারের হাতে ঘর তুলে দেওয়া হবে বলে জানা যায়।
রোববার দুপুরে কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের সাথে অবহিতকরণ সভায় ব্রাহ্মণপাড়া (ইউএনও) সোহেল রানা প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৬ এপ্রিল মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে আনুষ্ঠানিকভাবে ঈদ উপহার হিসেবে জমির দলিলসহ ঘর হস্তান্তর করবেন। এর মধ্যে ব্রাহ্মণপাড়া উপজেলায় ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার ঘর তৈরি করা হয়েছে- মাধবপুর ইউনিয়নের রানীগাছ গ্রামে ৫টি, দক্ষিণ চান্দলা তাল্লুকপাড়া গ্রামে ৭টি, দক্ষিণ চান্দলা রামচন্দ্রপুর গ্রামে ১৬টি এবং সাহেবাবাদ ইউনিয়নের টাকই গ্রামে ২টিসহ মোট ৩০টি। এতে দুস্থ ও অসহায় মানুষগুলোর ঈদ আনন্দে নতুন মাত্রা যুক্ত হবে।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের, সহকারি কমিশনার ভূমি রিফাত আসমা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা হক পপি, সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাব ও ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
ফম/এমএমএ/