ব্রাহ্মণপাড়ায় ইউএনও’র বদলি জনিত বিদায় সংবর্ধনা

কুমিল্লা: কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহেরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকার বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহেরের আয়োজনে অনুষ্ঠিত হয়।
বিদায় সংবর্ধনায়  উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) রিফাত আসমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু হাসনাত মোঃ মহিউদ্দিন মুবিন, বিআরডিবি কর্মকর্তা কাজী শফিকুর রহমান, মৎস্য কর্মকর্তা জয় বণিক, মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াছমিন,পরিসংখ্যান কর্মকর্তা অর্মলেন্দু সূত্রধরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাজমুল হাছান শরীফের পরিচালনায় ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালী সভায় যোগ দিয়ে বক্তব্য রাখেন কুমিল্লা-৫(বুড়িচং-ব্রাহ্মণপাড়া)  আসনের সংসদ সদস্য ও বাণিজ্য মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য বীর মুুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান।
এসময় কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক সাবেক চেয়ারম্যান সৈয়দ আব্দুল কাফী,  বপেক্স এর প্রতিষ্ঠা সভাপতি শিক্ষানুরাগী  মাহবুব হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা মৎস্যজীবীলীগের আহবায়ক শাহ আলম ঠিকাদার, সদর ইউপি চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন, মাধবপুর ইউপি চেয়ারম্যান সুলতান আহাম্মদ, ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন মাষ্টার, ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান ভূইয়া রিপন, ইউপি চেয়ারম্যান গিয়াসউদ্দিন মুহাম্মদ,  উপজেলা মৎস্যজীবীলীগের আহবায়ক সাবেক ভিপি মনির হোসেন চৌধুরী,যুবলীগের আহবায়ক সুলতান আহাম্মেদ,ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইস্রাফিল ভূঁইয়া, সাবেক বিআরডিবি চেয়ারম্যান শাহীন খান মেম্বার, ছাত্রলীগের আহবায়ক জাহিদুল হাসান পলাশ, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন মিশনসহ বিভিন্ন নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/

তাপস চন্দ্র সরকার | ফোকাস মোহনা.কম