ব্রাহ্মণপাড়ার শশীদল ইউনিয়ন পরিষদে ইফতার ও মিলাদ মাহফিল

কুমিল্লা: কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়ন পরিষদে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ এপ্রিল)  বিকালে ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন আক্তার হোসেন। শশীদল ইউপি চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান রিয়াদের সভাপতিত্বে ও ছাত্রলীগের দপ্তর সম্পাদক কামরুল হাছানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য ও বাণিজ্য মন্ত্রনালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল হাসেম খাঁন এমপি।
প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের। বিশেষ অতিথি  হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি।
উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, সাইফুল ইসলাম আলাউল আকবর ও ওমর ফারুক, সাবেক ইউপি চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন, জেলা মৎস্যজীবীলীগের আহবায়ক শাহ আলম, জেলা ক্রিকেট কমিটির সদস্য আবু ছায়েব বাপ্পী, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আজিম উদ্দিন ও নাজমুল হাছান শরীফ,উপজেলা যুবলীগের আহবায়ক সুলতান আহাম্মদ, বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন, ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত নাজমুল হুদা, অধ্যক্ষ পিজিউল আলম, প্রফেসর নজরুল ইসলাম,ছাত্রলীগের সাবেক আহ্বায়ক জাহিদুল হাসান পলাশ, ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মিশন, সাধারন সম্পাদক শরীফুল  ইসলাম।
এসময় প্রয়াত নেতা বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল মতিন খসরু ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবু তাহেরের আত্নার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
ফম/এমএমএ/

তাপস চন্দ্র সরকার | ফোকাস মোহনা.কম