ব্যালট পেপারে হাত দিবেন, সেই হাত কিন্তু থাকবে না: চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা

বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল।

চাঁদপুর: চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল আহমেদ বলেছেন, নির্বাচনের দিন ভোট কেন্দ্রে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে ব্যালট পেপারে হাত দিবেন, সেই হাত কিন্তু থাকবে না। আপনি নির্বাচিত হলেও, আপনার প্রার্থীতা বাতিল করার ক্ষমতা আমাদের আছে। আমাদের যারা প্রিজাইডিং অফিসার থাকবেন, তাদেরকে বলে দিচ্ছি সচেত থাকবেন। যে কোন প্রার্থী যে কোন বিষয়ে কোন বিশৃঙ্খলা সৃষ্টি করেন, তাহলে তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন বরাবর লিখবেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন।

শুক্রবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টায় চাঁদপুর স্টেডিয়ামে হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ উপলক্ষে প্রতিদ্বন্দ্বি প্রার্থীগণের সাথে আচরণ বিধি ও আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের বর্তমান নির্বাচন কমিশন আসার পর যতগুলো নির্বাচন হয়েছে, সবগুলো নির্বাচনই ভাল হয়েছে। আমারা উনার কাজে অনুপ্রাণিত হই।

তিনি আরো বলেন, আমাদের চাঁদপুরের পুলিশ সুপারের নিকট নির্বাচনের যে কোন বিষয় গিয়েছি, তিনি আমাদের সহযোগিতা করেছেন। নির্বাচন করার ক্ষেত্রে আমাদের কোন চাপ নেই। আমাদের কাছে প্রত্যেক প্রার্তী সমান। আপনাদের সহযোগিতা অবশ্যই লাগবে এবং সহযোগিতা করবেন। আপনারা সহনশীল আচরণ করবেন এবং কোন প্রকার বিশৃংখলা করবেন না, তাহলে হাজীগঞ্জ ও শাহরাস্তিতে একটি সু-শৃঙ্খল নির্বাচন আপনারা উপহার পাবেন। তাহলে আশা করতে পারি আগামী ২৬ ডিসেম্বর আমরা সকলে দলমত নির্বিশেষে একত্র হয়ে একটি সুন্দর নির্বাচন উপহার দিব।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)’র সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ সার্কেল) সোহেল মাহমুদ, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোমেনা আক্তার প্রমূখ।

শুরুতেই প্রার্থীদের আচরণ বিধি ও আইনশৃঙ্খলাসংক্রান্ত তথ্যাদি উত্থাপন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল মোর্শেদ এবং আচরণ বিধির একটি কপি প্রত্যেক প্রার্থীর হাতে পৌঁছানো হয়।

সভার সভাপতি ও জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ উপস্থিত দুই উপজেলার দুইজন করে চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য প্রার্থী ও সাধারণ ওয়ার্ডের দুইজন করে ইউপি সদস্য প্রার্থীর বক্তব্য দেয়ার সুযোগ করে দেন। প্রার্থীরা তাদের বক্তব্য তুলে ধরেন।

সভায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম