ব্যবসায়ী হুমায়ুন কবির খানের দাফন সম্পন্ন

চাঁদপুর : বাংলাদেশ কেমিষ্ট এন্ড ডাগিষ্ট সমিতি চাঁদপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি, রোটারি ক্লাব চাঁদপুর সেন্ট্রালের সদস্য, কুমিল্লা রোডস্থ গোল্ডেন সমবায় সমিতির পরিচালক (১৩ জন পরিচালকের মধ্যে তিনি একজন) ও চাঁদপুর মেডিকেল হলের স্বত্ত¦াধিকারী মো: হুমায়ুন কবির খান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বাদ আছর শহরের পুরানবাজার জাফরাবাদ হাফিজিয়া মাদ্রাসা মাঠে তার নামাজের জানাজা শেষে বিকেলে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

শনিবার সকাল ৭টায় তিনি ঢাকা সেনাবাহিনীর সামরিক (সিএমএইচ) হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘ দিন যাবত জিবিআই ভাইরাসসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।

মৃত্যুকালে তিনি মা, ৪ ভাই, ৩ বোন, ২ স্ত্রী, ৪ মেয়েসহ অসংখ্য আত্বীয়-স্বজন ও গুনগ্রাহীর রেখে গেছেন। তার পরিবার সকলের কাছে তার বিদ্রেহী আত্বার শান্তি কামনা করে দোয়া চেয়েছেন।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম