চাঁদপুর : ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট ইউরেশিয়া কনভেনশন হলে এই সম্মেলনের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রিীয় মুহাম্মদ শহীদুল ইসলাম।
তিনি বক্তব্যে বলেন, ২০০২ সাল থেকে এই সংগঠন ব্যবাসয়ীদের উন্নয়নে কাজ শুরু করে। তখন থেকে দলে দলে ব্যবসায়ীরা এর ছায়াতলে আসে। মূলত একজন ব্যবসায়ী দীর্ঘদিন ব্যবসা করে তার ব্যবসার উন্নতি করতে পারছেন না। মৃত্যুর পূর্বে তিনি থাকেন শূন্য হাতে। এমন ব্যবসায়ীদের উন্নয়নে সংগঠনটি কাজ করবে। তবে ব্যবসায়ীদের উন্নয়ন হবে সঠিক পথে।
তিনি বলেন, ব্যবসায়ীদের জন্য আল্লাহ তায়ালা কোরআনুল কারিমে পথ দেখিয়ে দিয়েছেন। যে কারণে আপনারা কুরআন পড়বেন। পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা স্পষ্ট বলয়ে দিয়েছেন নামাজের সময় হলে সকলে নামাজের দিকে চলে আস। নামাজ শেষ হলে আবার জমিনে বেরিয়ে পড়। জমিনে বেরিয়ে পড়ে পৃথিবীর সকল সম্পদ আহরণ কর। তবে ওই আহরণ হতে হবে সৎভাবে।
সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সভাপতি অধ্যাপক শাহ আলম। জেলা সেক্রেটারী মো. রেজাউল করিমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় এমসি কমিটির সদস্য হুমায়ুন কবির পাটওয়ারী, কেন্দ্রীয় সহকারী অফিস ও উদ্যোক্তা সম্পাদক হামিদুর রহমান সোহাগ, কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুমিল্লা অঞ্চল সভাপতি কাজী নজরুল ইসলাম খাদেম।
আরো বক্তব্য দেন সংগঠনের চাঁদপুর জেলা কমিটির উপদেষ্টা অ্যাড. মাসুদুল ইসলাম বুলবুল, জেলা শাখার সহ-সভাপতি বাদশা ফয়সাল ও মোজাম্মেল হক পরান, আজীবন সদস্য নুরুন নবী চৌধুরী রবিন। অনুষ্ঠানের শুরুতে দারসুল কুরআন পেশ করেন মাওলানা সোহেল আহমেদ চিশতী।
ফম/এমএমএ/