
চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা ১৬নং রুপসা দক্ষিণ ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে মাহে রামাদান উপলক্ষ্যে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ মার্চ) বিকালে ফরিদগঞ্জ কুঠির বাজার হাই স্কুল মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। এসময় তিনি বলেন, রামাযান মাস, যে মাসে বিশ্বমানবের জন্য পথ প্রদর্শন এবং সু-পথের উজ্জ্বল নিদর্শন এবং হক ও বাতিলের প্রভেদকারী কুরআন অবতীর্ণ হয়েছে। রমজান কুরআন নাজিলের মাস এ কুরআন ব্যক্তিজীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যন্ত কুরআনের বিধান কায়েম করতে হবে।
তিনি বলেন আল কুরআন পড়বে, জানবো এবং মানবো। কুরআনের বিধান দেশে কায়েম হলে সকল শ্রেণীর, সকল ধর্মের মানুষ নিরাপত্তা চাদরে আবৃত থাকবে এবং চাঁদাবাজ বিলুপ্ত হবে। যারা রোজাদার আল্লাহ তাদেরকে নিজের হাতে পুরস্কৃত করবেন।
জামায়াতের ইউনিয়ন সেক্রেটারি মাও মোহাম্মদ হোসেন এর পরিচালনায় ইউনিয়ন আমীর মাওলানা ওমর ফারুক এর সভাপতিত্বে বিশেষ মেহমান হিসেবে বক্তব্য পেশ করেন ফরিদগঞ্জ উপজেলা আমীর মাওলানা ইউনুস হেলাল, ফরিদগঞ্জ পৌরসভা জামায়াতের সেক্রেটারি, ইসালমী ছাত্রশিবির সাবেক চাঁদপুর জেলা সেক্রেটারি ইমরান হোসাইন।
উপজেলা ওলামা বিভাগ সেক্রেটারি মাও কাজী গিয়াস, ইউনিয়ন ৫ নং ওয়ার্ড সভাপতি মাওলানা আবু হানিফ, ইউনিয়ন আমীর মাওলানা ওমর ফারুক এর সমাপনী বক্তব্য এবং দোয়া ও মুনাজাতের মাধ্যমে সমাপ্তি হয়।
ফম/এমএমএ/