বোয়ালিয়া উবি’র ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন 

মতলব দক্ষিণ (চাঁদপুর): চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার   বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন সোমবার ( ৩০ অক্টোবর) সম্পন্ন হয়েছে। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও  উৎসবমুখর পরিবেশে  সকাল দশটা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে  ভোটগ্রহন অনুষ্ঠিত হয়।
 বিদ্যালয় সূত্রে জানা গেছে, অভিভাবক প্রতিনিধি  নির্বাচনে সাধারণ সদস্য পদে ১০ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। বিদ্যালয়ের  ৩৫২ জন ভোটারের   মধ্যে ৩০৫ জন ভোটার  তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
প্রতিদ্বন্দ্বী  ১০ জন প্রার্থীর মধ্যে   চারজন নির্বাচিত হয়েছেন । তারা হলেন সর্বোচ্চ ১৫৯ ভোট পেয়ে  মোঃ কামরুল ইসলাম ১ম হয়।২য় মো,ফারুক বেপারী ভোট পেয়েছে ১২৫ , ৩য় মোহাম্মদ মোকসেদ আলী ভোট পেয়েছে ১০৫ ,৪র্থ  শাহজাহান সিরাজ ভোট পেয়েছে ১০৩।
মহিলা অভিভাবক পদে নির্বাচিত হয়েছেন জাকিয়া সুলতানা ভোট পেয়েছেন ১৫৮ । নির্বাচনে প্রিজাইডিং অফিসার অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস।
ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম