
এস ডি সুব্রত
ত্রিপুরাদের নববর্ষ উৎসব বৈসু
আর মারমাদের সাংগ্রাই
আবার মারমা ও তঞ্চঙ্গ্যাদের
বৈশাখের উৎসব বিজু,
পাহাড়ে সংষ্কৃতির অনন্য আঁধার
বৈসু সাংগ্রাই ও বিজু
এই তিনের আদ্যাক্ষর মিলে
বৈশাখী উৎসব বৈসাবি ,
পুরাতন বৎসরের বিদায় আর
নতুন বছরের আগমন
পাহাড়ে চলে আনন্দ আয়োজন
ক্ষুদ্র নৃগোষ্ঠীর উৎসব যখন ,
পাহাড়ী বাঙালি সকলে মিলে
মেতে উঠে প্রাণের উৎসবে
আমরা সবাই মিলে একসাথে
এসো চলি সুন্দরের পথে ।
লেখক কবি ও প্রাবন্ধিক, সুনামগঞ্জ।
০১৭১৬৭৩৮৬৮৮