বেলালের কণ্ঠে ‘তুমি কোনবা দেশে’

কণ্ঠশিল্পী বেলাল খান নতুন করে গেয়েছেন ‘তুমি কোনবা দেশে রইলারে দয়াল চান’। ২১ অক্টোবর তাঁর ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও চিত্র প্রকাশ হয়েছে। পরাণ ফকিরের লেখা গানটির সুর করেছেন নবীন চন্দ্র রাজবংশী। নতুন করে সংগীতায়োজন করেছেন শোভন রায়।

ভিডিও নির্মাণ করেছেন ইমরুল হাসান।

বেলাল বলেন, ‘গানটি আমার খুব পছন্দের। স্টেজ শোগুলোতেও বহুবার গেয়ে শুনিয়েছি দর্শক-শ্রোতাদের। এবার মনে হলো গানটি নতুন করে সংগীতায়োজন করে রেকর্ড করি। বাংলাদেশের বেশির ভাগ শ্রোতাই গানটি শুনেছেন। এমন জনপ্রিয় গান নতুন করে কাভার করাটা খানিকটা ঝুঁকিপূর্ণ। মাথায় রাখতে হয় শ্রোতারা যেন পছন্দ করেন। এখন পর্যন্ত আমার কণ্ঠে গানটি যাঁরা শুনেছেন, সবাই পছন্দ করেছেন। ইউটিউবে মন্তব্যের ঘরগুলোতেই সবাই ভালো বলেছেন।

বেলাল জানান, সামনে আরো কিছু জনপ্রিয় ফোক গান করবেন। নিজের চ্যানেলেই প্রকাশ করবেন সে গানগুলো।

ফম/এমএমএ/

বিনোদন ডেস্ক | ফোকাস মোহনা.কম