বাগেরহাটের শরণখোলায় একটি সংঘবদ্ধ ছিনতাইকারীচক্রের তিন নারী সদস্য আটক হয়েছেন। রবিবার দুপুর ১২টার দিকে উপজেলা সদরের পাঁচরাস্তা এলাকা থেকে এক নারীর ব্যাগ থেকে স্বর্ণালংকার ও টাকা ছিনতাই করে পালানোর সময় স্থানীয়রা ধরে তাদের পুলিশের হাতে তুলে দেয়।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা সদরের রায়েন্দা বাজার শের-ই-বাংলা সড়কে ইসলামী ব্যাংকের সামনে থেকে এই চক্রের অন্য দল আরো এক নারীর ব্যাগ থেকে ৮০ হাজার টাকা ছিনতাই করে বলে পুলিশ জানায়।
আটক ছিনতাইকারী নারীরা হলেন টাঙ্গাইল জেলার নাগরপুর থানার বলরামপুর গ্রামের আব্দুল্লাহর স্ত্রী পারভীন বেগম (২০), একই গ্রামের আ. মালেকের স্ত্রী শারমিন বেগম (২২) এবং মাদারীপুর সদর থানার চতুরপাড়া এলাকার রফিকুল ব্যাপারীর স্ত্রী মৌসুমী বেগম (২৪)।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম খাদা গ্রামের নাছিমা বেগম রায়েন্দা বাজারের স্বর্ণকারের দোকান থেকে দুটি স্বর্ণের আংটি মেরামত করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পাঁচরাস্তা মোড়ে নাদিয়া ফার্মেসিতে ওষুধ কিনতে ঢুকলে ছিনতাইকারী পারভীন বেগম কৌশলে তার ভ্যানিটি ব্যাগ খুলে দুটি আংটি এবং ২১০০ টাকা বের করে নিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় পাশের লোকজন দেখে ধাওয়া করে পারভীন বেগম ও তার দুই সহযোগীকে ধরে ফেলেন।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে শরণখোলা গ্রামের ইউসুফ মাতবরের স্ত্রী রাহিমা বেগম ইসলামী ব্যাংক থেকে ৮০ হাজার টাকা তুলে বের হওয়ার সময় তার টাকাও ছিনতাই হয়ে যায়। তিনিও থানায় অভিযোগ করেন।
শরণখোলা থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম জানান, এই ছিনতাইকারীচক্রে ১০-১২ জন সদস্য আছে। এরা কয়েকটি দলে ভাগ হয়ে উপজেলা সদরের রায়েন্দা বাজারসহ বিভিন্ন এলাকায় ছিনতাইয়ে লিপ্ত হয়। এদের দলে পুরুষ সদস্যও রয়েছে। এরা সবাই বেদে সম্প্রদায়ের। বর্তমানে বাগেরহাটের খানজাহান আলী (রহ.) মাজার এলাকায় বসবাস করছে এরা। বেদে পেশা মন্দা হওয়ায় ছিনতাইকে বেছে নিয়েছে তারা।
ওসি মো. সাইদুর রহমান জানান, এই চক্রের মূল টার্গেট নারীরা। এরা বোরকা পরে ভদ্রবেশে নারীদের সঙ্গে মিশে ছিনতাই করে। এদের কাছ থেকে প্রায় আটআনা ওজনের দুটি স্বর্ণের আংটি ও ২১০০ টাকা উদ্ধা করা হয়েছে। অপর ছিনতাইকৃত ৮০ হাজার টাকা উদ্ধার এবং চক্রের অন্য সদস্যদের ধরার চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা হবে।-খবর কালের কন্ঠ অনলাইন।
ফম/এমএম/