বেগম খালেদা সুস্থতার সাথে বেঁচে থাকলে এদেশের গনতন্ত্র বাঁচবে : হারুন

ফরিদগঞ্জ (চাঁদপুর): বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও ফরিদগঞ্জ আসনের সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ বলেন, শহীদ রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এদেশের মানুষকে গনতন্ত্র, ভোট, মৌলিক অধিকার ফিরে দিতে বহুদলীয় গণতন্ত্র চালু করেছেন। তেমনি মানবতার মা’বেগম খালেদা জিয়া ক্ষমতায় যতদিন ছিলেন ততদিন এদেশের মানুষ মর্যাদার সাথে বিশ্বের দরবারে মাথা উঁচু করে বসবাস করে ছিল। কিন্তু গত ১৭ বছর এদেশের মানুষ তাদের গনতান্ত্রিক অধিকার হারিয়ে প্রতিনিয়ত আতঙ্কিত জীবন যাপন করতো। সাধারণ মানুষ থেকে শুরু করে ভিন্নমতাবলম্বী রাজনৈতিক নেতা কর্মীরা রাজনীতিতো দূরের কথা ঠিকমত পবিত্র রমজানের রোজা ও ঈদ উৎসবও করতে পারতো না। সুতরাং আপনারা আমার প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া জন্য দোয়া করবেন তিনি যেন সুস্থতার সাথে দেশে ফিরে আসতে পারে। কারণ  মানবতার মা’ বেগম খালেদা সুস্থতার সাথে বেঁচে থাকলে এদেশের গনতন্ত্র বাঁচবে।
শনিবার (২৯ মার্চ) ফরিদগঞ্জ উপজেলা বিএনপির তার সহযোগী সংগঠনের আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা যুবদলের সাবেব আহ্বায়ক বিএনপি নেতা নাছির উদ্দীন পাটওয়ারীর সভপতিত্বে ও বিএনপি নেতা মাহফুজুর রহমান টিপু ও ফজলুর রহমানের পরিচালনায় এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি সাখাওয়াত হোসেন, জামায়াত নেতা হারুনুর রশিদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক বিল্লাল হোসেন কোম্পানি, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাবুদ্দিন বাবুল, বিএনপি নেতা মজিবুর রহমান, মো: এমএ টুটুল পাটওয়ারী, ইকবাল পাটওয়ারী, হারুনুর রশিদ পাঠান, যুবনেতা শাওন পাঠান, ছাত্রদল নেতা কামরুল ইসলাম পাটওয়ার প্রমূখ।
পরে বেগম খালেদা জিয়া, তারেক জিয়া  মরহুম আরাফাতুর রহমান কোকোসহ দেশবাসীর কল্যাণ কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের খতিব মাও: ইউনুছ।
ফরিদগঞ্জ বিএনপির ইফতার মাহফিলে বক্তব্য রাখছেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও ফরিদগঞ্জ আসনের সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম