চাঁদপুর: পিছিয়ে থাকা জনগোষ্ঠীর মধ্যে বেদেরাও অন্যতম। তবে এদের অধিকাংশ লোকজনই নদীতে মাছ আহরণ করে জীবীকা নির্বাহ করে। বেদে পরিবারের লোকজন জন্ম থেকে বড় হয় ছোট নৌকার মধ্যে। প্রাকৃতিক দুর্যোগসহ কোন কিছুতেই ভয় নেই তাদের মনে। সকল বাঁধা উপেক্ষা করে চরে তাদের জীবন সংগ্রাম। বেঁচে থাকার তাগিদে অনেক সময় তারা সরকারের বিধি নিষেধও মানতে পারে না। এমনই একটি ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন ফরিদগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা।
মার্চ-এপ্রিল দুই মাস জাটকা রক্ষায় অভয়াশ্রম এলাকা মেঘনা নদীতে অভিযানে গিয়ে তিনি এক বেদে পরিবারের জাটকা শিকারের অভিনব কৌশল প্রতক্ষ করেন। পাঠকদের জন্য তা তুলে ধরা হলো-
“জীবিকার তাগিদে জাটকা ধরার অভিনব কৌশল” ১ মাস বয়সী নবজাতক শিশুকে নিয়ে মেঘনার মাঝামঝি গহীন অংশে মায়ের জাটকা ধরার চেষ্টা। বৈঠায় বাবা নামক পুরুষটি আর জালের কোনা ধরে আছে শিশুকে কোলে নিয়ে জীর্নশীর্ন মা। তাদেরকে তীরে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করা হয়। কিছু প্রনোদনা দেবার প্রত্যাশায় বেলা ২.০০ টায় পুনরায় আমাদের নৌকার মাঝিকে পাঠিয় এদের তথ্য সংগ্রহ করা হয়। ওই নারীর নাম অঞ্জনা, স্বামীঃ আলম, স্বামীর পিতাঃ রজ্জব, নবজাতক কন্যা শিশুটির নামঃ তাজকিয়া, নৌকার বর্তমান অবস্থান ৫ নং ঘাট, চাঁদপুর।”
উল্লেখ্য, মার্চ-এপ্রিল দুই মাস জাটকা রক্ষায় জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত ৭০ কিলোমিটার অভয়াশ্রম এলাকায় ইলিশসহ সব ধরণের মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মওজুদ ও পরিবহন নিষিদ্ধ। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ১ থেকে ২ বছর সর্বোচ্চ কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দন্ডের বিধান রয়েছে।
ফম/এমএমএ/