শাহরাস্তি (চাঁদপুর): বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি০ চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ১০ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী ৯০ ইউপি সদস্য ও ৩০ সংরক্ষিত সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার বেলা ১২টা ও ১ টায় ২ ধাপে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সকল সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বেলা ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে টামটা উত্তর ইউনিয়ন, টামটা দক্ষিণ ইউনিয়ন, মেহের উত্তর ইউনিয়ন, মেহের দক্ষিণ ইউনিয়ন ও রায়শ্রী উত্তর ইউনিয়নের বিজয়ী সদস্য এবং সংরক্ষিত সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হবে।
একই দিন বেলা ১ টার সময় রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন, সুচিপাড়া উত্তর ইউনিয়ন, সুচিপাড়া দক্ষিণ ইউনিয়ন, চিতোষী পূর্ব ইউনিয়ন ও চিতোষী পশ্চিম ইউনিয়নের বিজয়ী সদস্য এবং সংরক্ষিত সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হবে।
প্রসঙ্গত, গত ২৬ ডিসেম্বর শাহরাস্তি উপজেলার ১০ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হয়। এতে ৯০ সদস্য ও ৩০ সংরক্ষিত সদস্য নির্বাচিত হন।
গত ১৮ জানুয়ারি নির্বাচিতদের গেজেট প্রকাশ ও ১০ ফেব্রুয়ারি শপথের তারিখ জানিয়ে গত ১ ফেব্রুয়ারি চিঠি ইস্যু করা হয়েছে।
ফম/এমএমএ/