বৃহস্পতিবার দু খ্যাতিমান নারী শিক্ষককে সংবর্ধনা দেবে চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাব

প্রধান অতিথি জেলা প্রশাসক

চাঁদপুর:  বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে  বৃহস্পতিবার দুজন খ্যাতিমান নারী শিক্ষককে সংবর্ধনা দেবে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নারী সংগঠন ইনার হুইলের জেলা-৩২৮-এর আওতাধীন চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাব।

বিকেল ৪টায় চাঁদপুর রোটারী ভবনের ডাঃ নূরুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিতব্য এ সংবর্ধনা অনুষ্ঠানে চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ প্রধান অতিথি হিসেবে এবং স্বাধীনতা পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী ও পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে সংবর্ধনার জন্যে মনোনীত হয়েছেন হাজীগঞ্জের বলাখাল জে.এন. উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোদেজা বেগম এবং চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আলেয়া ফেরদৌসী।

শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্যে অনুরোধ জানিয়েছেন চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের সভাপতি রোটারিয়ান মাহমুদা খানম ও সেক্রেটারী ডালিয়া খানম।

ফম/এমএমএ/

সংবাদ বিজ্ঞপ্তি | ফোকাস মোহনা.কম