চাঁদপুর: বৃহস্পতিবার (২০ অক্টোবর) থেকে চাঁদপুর স্টেডিয়ামে পুনরায় শুরু হচ্ছে বিসিবি কাউন্সিলর কাপ টি-২০ ক্রিকেট টুনামেন্ট -২০২২। টুর্নামেন্টের সাবিক সহযোগিতায় রয়েছেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা।
টুনামেন্টের আজকের খেলায় দিনের প্রথম ম্যাচে সকাল ৯টায় অংশ নেবে চট্টগ্রাম ব্রাদাস ক্রিকেট একাডেমী বনাম ঢাকা পাওয়ার ক্রিকেট একাডেমী।
অপরদিকে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে রায়পুর বাকালিয়া সূর্য তরুন স্পোর্টিং ক্লাব বনাম চাঁদপুর উদয়ন ক্লাব।
চাঁদপুর জেলা ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে এ টুনামেন্টের মিডিয়া পাটনার স্টার লাইভ, চাঁদপুর কন্ঠ, ফোকাস মোহনা ও চাঁদপুর বাতা। টুনামেন্টের প্রধান সম্বনয়কের দায়িত্বে রয়েছেন বিসিবির পরিচালক ও চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান।
চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত বিসিবি কাউন্সিলর কাপ ক্রিকেট টুনামেন্টে অংশ নিয়েছিলো ৩২ টি দল। টুনামেন্টের প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি ও উদ্ধোধক ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও আইসিসি বিজয়ী আকরাম খান।
টুর্নামেন্টের আয়োজকদের মধ্যে রাফসান জানি ও সাদ্দাম হোসেন জানান, দু’ দলের খেলোয়াড়রা চাঁদপুর চলে আসছে। বৃষ্টি না হলে আশা করি স্বল্প সময়ের মধ্যেই আমরা টুনামেন্ট শেষ করতে পারবো। এ টুনামেন্টে চাঁদপুর, চট্টগ্রাম, ঢাকা, কুমিল্লা, কক্সবাজার, রায়পুর, লক্ষীপুর সহ ৮ জেলার ৩২ টি দল অংশ নেয়। টুনামেন্ট যেনো সুন্দরভাবে শেষ করতে পারি এ জন্য সকলের সহযোগিতা কামনা করছি।
ফম/এমএমএ/