বৃষ্টি হলে ইলিশের প্রাচুর্যতা বাড়বে

চাঁদপুর: চাঁদপুরের জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান বলেছেন, বৃষ্টির পরিমান বেশী হলে ইলিশের প্রাচুর্যতা বাড়ে। আসলে এ বছর তুলনামূলক বৃষ্টি কম হয়েছে। ইলিমের মৌসুম এখনো শেষ হয়নি। সেপ্টেম্বরে বৃষ্টির পরিমান বাড়বে। আশা করছি অক্টোবর পর্যন্ত জেলেরা ইলিশ পাবে।

চাঁদপুরের পদ্মা-মেঘনায় ইলিশের প্রাপ্যতা কম হওয়ার কারণ প্রসঙ্গে রোববার (১০ সেপ্টেম্বর) গনমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রজনন মৌসুমে এই নদীতে ইলিশ আসবে। তার আগেও সারা বছরই আমাদের নদীতে কম-বেশী ইলিশ পাওয়া যায় এবং শীতের মৌসুমেও ইলিশ পাওয়া যাচ্ছে। এই বছর আবাহওয়াগত কারণেই ইলিশটা কম। বৃষ্টির পরিমান বাড়লে ইলিশ বাড়বে।

এদিকে, চাঁদপর মাছঘাটে প্রতিদিনই দক্ষিনাঞ্চল থেকে ১০০-১৫০মণ ইলিশ আমদানি হচ্ছে। তবে দাম গতবছরের চাইতে বেশী হওয়ার কারণ সাধারণ ক্রেতার নাগালের বাইরেই রয়ে যাচ্ছে ইলিশ। আমদানি হওয়া ইলিশ চাঁদপুর মাছঘাটে হাকডাক দিয়ে বিক্রি হওয়ার পর চলে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। স্থানীয়ভাবে খুচরা ব্যবসায়ীরা যেসব ইলিশ বিক্রি করছেন এর অধিকাংশ হচ্ছে পচা এবং বেশ কয়েকদিন আগের বরফ দেয়া।

মাছঘাটের একাধিক ব্যবসায়ী জানালেন, তারা জেলেদেরকে লাখ লাখ টাকা দাদন দিয়ে ইলিশ না পাওয়ায় এখন বিপাকে রয়েছেন।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম