বুড়িচং (কুমিল্লা): বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দিনব্যাপী বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন এর নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নাছির উদ্দিন ভূইয়া ইউনিয়নের ভারেল্লা বাজার, ভারেল্লা পশ্চিম পাড়া ইসলামপুর, শুভারামপুর সহ বিভিন্ন এলাকায় সাধারণ ভোটার ও জনসাধারণের সাথে কুশল বিনিময় করেন।
এ সময় তিনি সকলকে ঐক্য বদ্ধ হয়ে তাকে ভোট প্রদান করার আহবান জানান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি আওয়ামী লীগের সভাপতি শাহজাদা আহাম্মদ রনি।
ইউনিয়ন আ’লীগের সিনিয়র সহ সভাপতি মো. মফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আ: কাদের কাজল, সহ-সভাপতি যথাক্রমে বীরমুক্তিযোদ্ধা সুরুজ আর্মি, সফিকুল ইসলাম, গোলাম মাহমুদ, মোহাম্মদ আলী, আওয়ামীলীগ নেতা খোরশেদ আলম, যুবলীগ নেতা রিপন আহাম্মদ, বিল্লাল হোসেন, কামরুল, জালাল ডাক্তারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ফম/এমএমএ/