বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির নতুন ইনচার্জ জাবেদ উল ইসলাম 

কুমিল্লা:  কুমিল্লার বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির নতুন ইনচার্জ হিসেবে যোগদান করেন ইন্সেপেক্টর  মোঃ জাবেদ উল ইসলাম ।
তিনি চট্টগ্রাম কলেেজ থেকে মাস্টার্স  (এমএসসি) করেন ২০০৪ ইং সনে । শিক্ষা জীবন শেষ করে তিনি ২০০৭ সনে বাংলাদেশ পুলিশ বাহিনীতে এস আই পদে যোগদান করেন এবং ডিএমপি প্রশিক্ষণ শেষে চট্টগ্রাম  হালিশর, কোতোয়ালি মডেল থানা সহ বিভিন্ন থানায় সুনামের সাথে কর্মদক্ষতার সহিত কাজ করেছেন।
তিনি ২০২১ সনের জুলাই মাসে কুমিল্লা ডিবিতে যোগদান করেন। পরবর্তীতে চলতি মাসের ৪ নভেম্বর তিনি বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির নতুন ইনচার্জ হিসেবে যোগদান করেন।  চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার মির্জাপুর গ্রামে তার বাড়ি।
তিনি এক প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, যে এলাকার মাদক, ইভটিজিং, চুরি ডাকাতি সহ সকল অপরাধ দমনে আমি সকলের সহযোগিতা কামনা করছি। এসব অপরাধ দমনে স্থানীয়দের  পেলে আমার দায়িত্ব পালন  বেগমান হবে। আমি সকল শ্রেণির মানুষ কে পুলিশী প্রদানে সকলের সহযোগিতা কামনা করছি।
ফম/এমএমএ/

তাপস চন্দ্র সরকার | ফোকাস মোহনা.কম