বুড়িচং থানার এসআই বিনোদ দস্তিদারের প্রশংসাপত্র অর্জন 

কুমিল্লা: কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম বার কর্তৃক বুড়িচং থানার এসআই বিনোদ দস্তিদার ক্লুলেস খুন মামলার রহস্য উদঘাটনে ব্যাপক ভূমিকা রাখায় গতকাল তাকে প্রশংসাপত্র প্রদান করেছেন।
সূত্রে জানা যায়- কুমিল্লার বুড়িচং থানাধীন বুড়িচং থানার মামলা নং-৩ তারিখ: ৩/৮/২১ খ্রি. ধারা- ৩৯৪/৩০২/২০১/ পেনাল কোড এর ভিকটিম অটো চালক শাকিব কাজী (১৮) ক্লুলেস খুন মামলায় দ্রুত সময়ের মধ্যে খুনের রহস্য উদ্ঘাটন এবং ঘটনায় জড়িত ৩ জন আসামী কা: বি: ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদানের ব্যবস্থা করে। এসআই বিনোদ দস্তিদারের এহেন কার্যক্রমে কুমিল্লা জেলা পুলিশের পাশাপাশি দেশের পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।
তাঁর এই অর্জনকে ধন্যবাদ জানিয়েছেন কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম বার এবং বুড়িচং থানার ওসি মো. আলমগীর হোসেনসহ কর্মরত এসআই ও পুলিশ ফোর্সগণ। ভবিষ্যতে তিনি অনুরূপ দায়িত্বশীল ও পেশাদারী ভূমিকার মাধ্যমে বাংলাদেশ পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করবেন এমনতরই আশা করছেন সংশ্লিষ্ট সকলে।
ফম/এমএমএ/

তাপস চন্দ্র সরকার | ফোকাস মোহনা.কম