
কুমিল্লা: সড়ক দুর্ঘটনায় নিহতদের স্বজনের কান্নায় ক্রমেই ভারি হচ্ছে কুমিল্লাার বুড়িচংয়ের বাতাস। গত তিন দিনে কুমিল্লার বিভিন্ন সড়ক মহাসড়কে ঝড়েছে শিশু শিক্ষার্থী কিশোর যুবকসহ ১৪জনের প্রাণ।
সবশেষ শুক্রবার দুপুরে মৃত্যুর এই মিছিলে যোগ হয়েছে আরো ৩টি তাজা প্রাণ। প্রতিনিয়ত এসব দুর্ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া অনেকেই গুরুতর আহত হয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছেন কেউ। কেউবা আবার পঙ্গু হয়ে অভিশপ্ত জীবনের গ্লানি বয়ে বেড়াচ্ছেন।
শুক্রবার দুপুরে কুমিল্লার বুড়িচংয়ে প্রাইভেটকারের চাপায় শিশু ও কিশোরসহ নিহত হয়েছে দুজন। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে রয়েছে একই এলাকার আরো ২ কিশোর।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার সৈয়দপুর ঢাকলাপাড়া এলাকায় শুক্রবার বেলা আনুমানিক পৌনে ১টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের শাহদৌলতপুর খন্দকার বাড়ি এলাকার সৌদি প্রবাসী কামাল হোসেনের ছেলে ১৬বছর বয়সী রবিউল হোসেন। এবং একই এলাকার রাজমিস্ত্রী বিল্লাল হোসেনের ছেলে ৫ বছর বয়সী মো. আনিস। এতে একই এলাকার আরো ২ কিশোর গুরুতর আহত হয়। আহত কিশোরের ভাই নাজিরা বাজার সাকুরা সিএনজি ফিলিং স্টেশনের কর্মচারী কাউছার জানায়, তার ছোট ভাই ১৫ বছর বয়সী, হেলালের অবস্থাও আশংকাজনক। একই এলাকার, ইউনুস মিয়ার ছেলে, ১৫ বছর বয়সী কাইয়ুম সহ দুজনই বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানার ওসি, বেলাল উদ্দিন জাহাঙ্গীর।
স্বজন, পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, ‘কয়েকজন শিশু সেলুনে চুল কেটে বাড়ি ফেরার জন্য হেটে মহাসড়ক পারাপার হচ্ছিলো। সে সময় কুমিল্লামূখি একটি দ্রুত গতির প্রাইভেটকার চাপা দিলে ঘটনাস্থলেই কিশোর, আনিস মারা যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে রবিউলের মৃত্য হয়।’ ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি আরো জানান, দুর্ঘটনার পর ঘাতক প্রাইভেটকারটি জব্দ, এবং চালক, প্রদিপ দাশ কে আটক করা হয়েছে। সে চান্দিনা বেলাশ্বর এলাকার মৃত, প্রফুল্ল দাশ এর ছেলে। এ বিষয়ে, আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে, শনিবার এক স্বজনের বিয়ের দাওয়াতে যাওয়ার কথা ছিলো নিহতদের । একসাথে একই গ্রামে পাশাপাশি বাড়ির দুই শিশু কিশোরের মৃত্যু ও দুজন আহতের ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে গত ৯ মার্চ বুধবার দুপুরে কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কে একই উপজেলার ময়নামতি ইউনিয়নের দেবপুর ফিলিং স্টেশনের সামনে মটর সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয় বাবুল (৫০) নামে এক ব্যক্তি। ঐ দিনই উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে থেকে ঢাকায় নেয়া হয় তাকে। শুক্রবার সকালে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাবুল মিয়ার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ওমর ফারুক। নিহত বাবুল মিয়া রামপুর গ্রামের বাসিন্দা এবং ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি।
ফম/এমএমএ/