কুমিল্লা : কুমিল্লার বুড়িচং – ব্রাহ্মণপাড়া – মীরপুর সড়কে অতিরিক্ত যানজট নিরসনে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট হালিম খাতুন এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালায়।
এসময় বুড়িচং থানার ওসি মোঃ আলমগীর হোসেন সহ অভিযানে অংশ গ্রহণ করেন।
সোমবার (১৮ এপ্রিল) দুপুরে অভিযান চলাকালে সড়ক পরিবহন আইন অনুযায়ী বাজারের মধ্যে যানজট নিরসন করা হয়।
এসময় ভ্রাম্যমাণ আদালতের নির্দেশনা অমান্য করায় মোটর সাইকেল সহ ৭ টি যান বাহন এবং বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বিভিন্ন দোকান পাট কে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আর ৭ টি যানবাহন ও বিভিন্ন দোকান পাট কে ১১ টি মামলা দায়ের করা হয়েছে।
বাজার কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, সিএনজি অটোরিকশার সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক সহ সংশ্লিষ্ট সদস্য গণ চালক শ্রমিকরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন ও বুড়িচং থানার ওসি মোঃ আলমগীর হোসেন বিভিন্ন নির্দেশনা প্রধান করেন। যারা সরকারি নির্দেশনা অমান্য করবে তাদের কে জেল জরিমানা করা হবে।
ফম/এমএমএ/