
প্রেস বিজ্ঞপ্তিতে জানান,(২৬ জুন ২০২২) রবিবার রাত ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুনের নির্দেশনায় সহকারী কমিশনার(ভূমি) সামিউল ইসলামের নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও শংকুচাইল বিওপি বিজিবি’র সহযোগীতা রাজাপুর রাজাপুর রেলস্টেশনে অভিযান পরিচালানা করে। এসময় রেলস্টেশনের পাশে মাদকদ্রব্য ফেন্সিডিল সেবনকালে মোঃ হান্নান ও আনোয়ার আজিম নামে দুই যুবককে হাতেনাতে আটক করে।
আটককৃত দুই যুবককে মাদকদ্রব্য সেবনের অপরাধে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
ফম/এমএমএ/