বুড়িচংয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ, সুরক্ষা সামগ্রী বিতরণ

কুমিল্লা: কুমিল্লার বুড়িচং উপজেলার জগতপুর এ্যাডভান্সড সোসাইটির  উদ্যোগে স্হানীয় জগতপুর গ্রামের পাঁচশতাধিক গরীব অসহায় দুঃস্থ লোকজনকে  বিনামূল্যে রক্তের গ্রুপ, ডায়াবেটিস পরীক্ষা, মাস্ক-হ্যান্ড স্যানিটাইজার ও খাবার স্যালাইন বিতরণ হয়।
তদুপলক্ষে শুক্রবার সকালে বুড়িচং জগত আপ্তাবিয়া দারুল হুদা দাখিল (ডিগ্রি) মাদ্রাসা মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
এতে সভাপতিত্ব করেন জগতপুর এ্যাডভান্সড সোসাইটির সভাপতি মোঃ মোজাম্মেল হক মুন্সি এবং পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ কাউসার আহাম্মদ।
প্রধান অতিথি হিসেবে ছিলেন- এ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড অব ব্রাঞ্চ প্রাইম ব্যাংক লিমিটেড ময়মনসিংহ শাখালেখর মোঃ আজহারুল ইসলাম।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে  শুভ উদ্বোধন ঘোষণা করেন-  কুমিল্লা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের এম,বি, বি,এস, বি,সি,এস (স্বাস্থ্য) ডা. জাবেদ আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ফকির বাজার স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল খালেক, ব্রাহ্মণপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাব রক্ষক মোঃ নজরুল ইসলাম, জগতপুর এ,ডি,এঈচ (ডিগ্রি)  মাদ্রাসার বিদুৎ সাহী সদস্য মোঃ আব্দুল বারী, ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের সিফট ইনচার্জ ইসরাফিল আলম, বুড়িচং সদর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও জগতপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব মোঃ জাকির হোসেন। এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন-  বুড়িচং সদর ইউপি যুবলীগের সেক্রেটারি মোঃ আবুল হাসেম,  বুড়িচং সদর ইউপি সদস্য মোঃ হাবিবুন্নবী জামাল, আব্দুল বার মেম্বার, ফাতেমা বেগম মেম্বার, স্বাস্থ্য সহযোগি সালমা আক্তার,  আবুল কালাম আজাদ, আব্দুল কাইয়ূম ও মোঃ মোস্তফা কামাল প্রমুখ।
ফম/এমএমএ/

তাপস চন্দ্র সরকার | ফোকাস মোহনা.কম